জুম ঈসথেটিকস কাউন্সিল (জাক)
এর ২৪ তম প্রযোজনা
চাকমা নাটক ‘‘হক্কানীর ধনপানা’’
‘‘আমার ধন ন থেই পারে, খালিক বুগত সাহজ আঘে। আমি থুম সং লাড়েই গরি যেবং। ’’ যার বাংলা তরজমাকরলে দাঁড়ায় ‘ আমাদের অর্থসম্পদ না থাকতে পারে, কিন্তু বুকে সাহস আছে। অস্তিত্বের লড়াইয়ে আমরা শেষ পর্যন্ত সংগ্রাম করে যাবোই।’ হক্কানীর
নাটকে ঝুরগোরামের এ বক্তব্যে ফুটে উঠেছে তার প্রতিবাদী কন্ঠস্বর। ঝুরগোরাম হয়ে উঠেছেন সত্য, ন্যায় ও সংগ্রামী প্রতীক রূপে। নাটকটিতে ইন্দ্ররাজার অঙ্গুলি হেলনে হক্কানী একটি চামচা বাহিনী গঠন করে যার উদ্দেশ্য, সুক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে সমাজের ঐতিহ্য ও মূল্যবোধকে ধ্বংস করা এবং নিজেদের স্বার্থ হাসিল করা। পার্থিব সুখ-স্বাচ্ছন্দের প্রলোভনে পড়ে তার অনুসারী হয় কেড়ংচান, ফান্যগালী, বারামুই, উল্লেয়্যা ও দোত্তপুনো। এদের কেউ বাজায় হেংগরং ( বাঁশের কাঠি দিয়ে তৈরী তরঙ্গ সৃষ্টিকারী এক ধরণের বাদ্যযন্ত্র), কেউ ধুধুক ( মোটা এক খন্ড বাঁশকে খাদ করে প্রায়ই ঢোলের শব্দ সৃষ্টিকারী যন্ত্র বিশেষ), কেউ ঢোল, কেউবা আবার নাচে পারদর্শী। তাদের মাধ্যমেই হাক্কানী তার দূরভীসন্ধি সফল করতে মাঠে নামে। হাক্কানীর দূরভীসন্ধি আঁচ করতে পেরে ঝুরগোরাম প্রতিবাদী হয়ে ওঠে। হাক্কানী তাকে দলে ভিড়াতে নানা ধরণের প্রলোভন দেখায়। কিন্তু ঝুরগোরাম ব্যক্তি স্বার্থের চাইতে সামগ্রিক স্বার্থকে গুরত্ব দেয়। নিজেদের ভুল বুঝতে পেরে ঝুরগোরামের পক্ষ নেয় লোক্ষিয়ে, হোচ্য, হেঙত্যে, নামাত্যা, কাল্যে। এটি মূলত একটি রূপক নাটক। সমাজে স্বার্থান্বেষীদের অন্যায়, অবিচার এবং ভন্ডামিকে হাস্যরসের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে নাটকটিতে। পাশাপাশি ঝুরগোরামের বক্তব্যের মাধ্যমে সমাজের সচেতন, প্রগতিশীল মানুষেরও বক্তব্যও তুলে ধরা হয়েছে। নাটকটির আরেকটি দিক হচ্ছে – প্রথমতঃ উপস্থাপন রীতিতে চাকমা নাটকের গতানুগতিকতার ভাঙন এবং দ্বিতীয়তঃ চাকমা নাটকে প্রথম আদিবাসী বাদ্যযন্ত্রের ব্যাপক ব্যবহার।
মৃত্তিকা চাকমা রচিত এই নাটকটির নির্দেশনা দিয়েছেন শান্তিময় চাকমা ও ফয়েজ জহির। নাটকটির চরিত্রে যারা অভিনয় করেছেন তারা হলেন –
হক্কানী ঃ সঞ্চনা চাকমা
ঝুরগোরাম ঃ সুখময় চাকমা
কেড়ং চান ঃ পূর্ণ বিকাশ চাকমা
ইন্দ্র রাজা ঃ জুরাধন চাকমা
ফান্যগালী ঃ তন্দ্রা চাকমা
বারামুই ঃ সীমা দেওয়ান
উল্লেয়্যা ঃ সুবারুন চাকমা
দোত্তপুনো ঃ সন্তোষ চাকমা
লোক্ষিয়ে ঃ টিটু চাকমা
হচ্য ঃ মনি চাকমা
হেঙত্ত্যে ঃ চিরজ্যোতি চাকমা ও প্রতিয়মান চাকমা
নমাত্ত্যে ঃ নিকোলাই চাকমা
কাল্ল্যা ঃ করুনাশীষ চাকমা
গার্ড ১ ঃ তরুণ চাকমা
গার্ড ২ ঃ শরৎ কুমার চাকমা
বাদ্রযন্ত্রে যারা রয়েছেন –
ধুধুক ঃ সন্তোষ চাকমা
হেংগরং ঃ শান্তিময় চাকমা
ঢোল ঃ কেমপং চাকমা ও শান্তিময় চাকমা
মং ঃ বিনয় কুমার চাকমা
বাঁশী ঃ শ্যামল মিত্র চাকমা
কন্ঠ ঃ সুব্রত চাকমা
সাম্প্রতিক মন্তব্যসমূহ